এপিটাফ- সাজিদ ইসলাম
কখনো কি এমন হয়েছে? হঠাৎ ঘুম থেকে জেগে উঠলেন এবং ভাবছেন, “এটা এতক্ষণ স্বপ্ন ছিলো?! এত জীবন্ত? যতক্ষণ স্বপ্নের মধ্যে ছিলাম, মনে হচ্ছিলো যেন এটাই বাস্তব। এটা কখনো শেষ হবেনা”। হয়েছে এমনটা কখনো?
এপিটাফ বইটা পড়ে শেষ করার পর আপনার অনেকটা সেরকমই মনে হবে। মনে হবে, এতদিন যেন ঘুমিয়ে ছিলাম। জন্মগতভাবে যদিও আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবী করে থাকি কিন্তু আমাদের কাজকর্ম একেবারেই ভিন্ন কথা বলে। সুদ, ঘুষ, মিথ্যা বলা, হারাম রিলেশনশিপ, পর্ণোগ্রাফি, গীবত, হিংসা, অহংকার, দুর্নীতিসহ এমন কোনো ঘৃণ্য পাপ নেই যা আজকের এই তথাকথিত আধুনিক সময়ে আমরা করতে বাকী রেখেছি। আমাদের ভাবখানা যেন এমন, “আল্লাহ্কে আমাদের দরকার নেই”। আমরা দুনিয়ার ভোগ বিলাসিতা নিয়ে আজ এতটাই মগ্ন। জীবনের ঘড়ির কাঁটা যে টিক টিক করে ঠিকই সামনের দিকে এগিয়ে যাচ্ছে; আমার জীবন যে ফুরিয়ে যাবে যেকোনো মুহুর্তে, একটু নিরিবিলি বসে সেটা ভাবার সময় আজ আমাদের হাতে নেই। ধরুন আজ আপনার হঠাৎ করে ক্যান্সার ধরা পড়লো। ডাক্তার বলল, আপনি আর মাত্র দু মাস বাচবেন। তাহলে আপনার জীবনের গত দিনগুলো আপনি যেভাবে কাটিয়েছেন, আগামী দু মাস কি সেভাবেই কাটাবেন? আপনি যদি বুদ্ধিমান হন তবে আপনার উত্তর হবে, “না”। তাহলে এবার ভেবে দেখুন তো, আমরা কি জানি আমাদের মৃত্যু কখন হবে? জানি না। তাহলে আমরা কোন জ্ঞানে স্রষ্টার আদেশ নিষেধগুলোকে পাশ কাটিয়ে যাচ্ছি? এটা কি চুড়ান্ত বোকামি নয়?
বইটা আপনার বুদ্ধিবৃত্তিক জগৎকে এভাবেই নাড়া দেবে। দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে আমরা আমাদের অনন্ত- অসীম পরকালের জীবনকে ক্ষতিগ্রস্থ করছি কিসের মোহে পড়ে? তাই বলে আমরা কি দুনিয়াতে সব কাজ কর্ম ফেলে হাত- পা গুটিয়ে বসে থাকব? একেবারেই না। আমাদেরকে শুধু খেয়াল রাখতে হবে, আখিরাত এর চেয়ে আমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে ফেলছি কিনা। দ্বীন- দুনিয়ার ব্যালেন্স করাটাই প্রকৃত মুমিনের কাজ।
এপিটাফ বইটিতে বেশ কিছু বিবেক কাপানো ঘটনা রয়েছে। যারা মৃত্যুর আগে কিংবা সুস্থ অবস্থায় ফিরে এসেছেন ইসলামের শীতল ছায়াতলে। বইটির প্রতিটি অধ্যায়েই আপনি উপলব্ধি করবেন, দুনিয়ার প্রতি আমরা কতটা ভয়ংকর ভাবে আসক্ত অথচ এই দুনিয়া কিনা আখিরাতের জীবনে প্রবেশের জন্য যাস্ট একটা ট্রানজিট।
অস্ট্রেলিয়া দায়ী Mohammad Hoblos এর কিছু লেকচারকে সহজ সরল সাবলীল বাংলায় রূপান্তর করে কাগজবন্দী করেছেন সাজিদ ইসলাম।
বইটি পড়ার মাধ্যমে আল্লাহ্ তায়ালা আমাদের সকলের অন্তর চক্ষু খুলে দিন। আমিন!
বি স্মার্ট উইথ মুহাম্মদ ﷺ (ড. হিশাম আল আওয়াদি [মাসুদ শরীফ])
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ ﷺ। সর্বোত্তম আদর্শের এক রোল মডেল তিনি।
বি স্মার্ট উইথ মুহাম্মদ ﷺ (ড. হিশাম আল আওয়াদি [মাসুদ শরীফ])
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ ﷺ। সর্বোত্তম আদর্শের এক রোল মডেল তিনি।